ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে রফতানি আয় বেড়েছে

প্রকাশিত: ০২:৫২, ২৮ আগস্ট ২০১৮

যুক্তরাষ্ট্রে রফতানি আয় বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা স্থগিত করলেও গেল (২০১৭-১৮) অর্থবছরে দেশটি থেকে সবচেয়ে বেশি রফতানি আয় করেছে বাংলাদেশ। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বাজার বিশ্লেষণ থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি রফতানি পণ্যের বৃহত্তম বাজার। রফতানি কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায়, বরাবরের মতো এবারও বাংলাদেশের পণ্যের আমদানিকারক দেশসমূহের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। ইপিবি’র তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করে আয় করেছে ৫৯৮ কোটি ৩৩ লাখ ডলার। রফতানির প্রধান প্রধান পণ্যের মধ্যে রয়েছে- ওভেন পোশাক, নিটওয়্যার, হোম টেক্সটাইল, ক্যাপ ও ক্রাসটাসিনস অন্যতম। এর মধ্যে ওভেন পোশক থেকে ৩৯৭ কোটি ৭৭ লাখ ডলার, নিটওয়্যার রফতারি হয়েছে ১৩৭ কোটি ৪৪ লাখ ডলার, হোম টেক্সটাইল ১৮ কোটি ডলার, ক্যাপ রফতানি হয়েছে ১২ কোটি ৬১ লাখ ডলার এবং ক্রাসটাসিনস্ এক কোটি ৯৬ লাখ ডলার।
×